Type Here to Get Search Results !

আজকের বিপিএল লাইভ খেলা 2024 | বিপিএল লাইভ সরাসরি স্কোর

আজকের বিপিএল লাইভ খেলা
Rate this post

আজকের বিপিএল লাইভ খেলা 2024 | কিভাবে দেখবেন লাইভ ক্রিকেট বিপিএল | BPL Live Cricket Match 2024

নতুন বছরের শুরুর দিকে অর্থাৎ ডিসেম্বর ৩০ তারিখ থেকে শুরু হতে যাচ্ছে BPL 2024 লাইভ ম্যাচ। বিভিন্ন লিঙ্ক ও অ্যাপের মাধ্যমে আপনি বিপিএল লাইভ দেখতে পারবেন। বাংলাদেশ এই খেলাটি অসাধারণ কিছু হতে যাচ্ছে নতুন বছরের শুরু দিকেই।

আপনি কিভাবে ও কত সহজে ঘরে বসে বিপিএল লাইভ ২০২৪ বিভিন্ন উপায় ও মাধ্যমে উপভোগ করতে পারেন সে বিষয়টি আমি বিস্তারিত ধারাবাহিকভাবে এই পোস্টে শেয়ার করবো। আমি কিছু লিন্কও যুক্ত করে দিব যেখান থেকে আপনি সহজেই প্রবেশ করতে পারবেন আজকের বিপিএল লাইভ খেলা 2024

বাংলাদেশ প্রিমিয়ার লিগ 2024

আর বেশি দিন বাকি নেই নতুন বছরের। নতুন বছর ২০২৪ এর ঠিক শুরুর দিকেই শুরু হতে যাচ্ছে BPL বা বাংলাদেশ প্রিমিয়ার লিগের নবম তম আসর। বিপিএলে মোট সাতটি দল অংশগ্রহণ করবে। সাতটি দলের প্রথমেই রয়েছে ঢাকা ডমিনেটর, চট্টগ্রাম চ্যালেঞ্জার্স, কুমিল্লা ভিক্টোরিয়ান্স, ফরচুন বরিশাল, খুলনা টাইগার্স, সিলেট স্ট্রাইকার্স, ও রংপুর রাইডার্স। খেলা হবে ডাবল রাউন্ড রবিন এবং প্লে অফ ফরম্যাটেডে। বাংলাদেশ প্রিমিয়ার লিগ আসলে বাংলাদেশের গঠিত সাতটি দল নিয়ে একটি পেশাদার টি-টোয়েন্টি ক্রিকেট লীগ। বিপিএল বাংলাদেশের তিনটি পেশাদার ক্রিকেট লীগের একটি লীগ। 

বিপিএল লাইভ খেলা 2024 | BPL Live 2024

বিপিএল লাইভ 2024এখন মানুষ খেলা অনুষ্ঠিত হওয়ার আগ থেকেই মানুষ অনলাইনে সার্চ করে তারিখ জানতে চাইবে যে কবে থেকে লাইভ খেলা অনুষ্ঠিত হবে। নতুন বছরের শুরু দিকেই এই খেলাটি অনুষ্ঠিত হচ্ছে তাই মানুষ এই লাইভ ম্যাচ সম্পর্কে জানতে অনেক বেশি আগ্রহী। ৭টি দল ৪৬ টি ম্যাচে একে অপরের প্রতিদ্বন্দ্বিতা করবে। দলে কারা কারা খেলবেন, ক্যাপ্টেন বা কোচ কে থাকবেন এই বিষয়ে এখন থেকেই তালিকা করা হয়েছে। ওয়েবসাইট  স্ট্রিমিং, ফেসবুক ওয়াচ, অ্যাপ স্ট্রিমিং এর মাধ্যমে আপনি বিপিএল লাইভ সরাসরি উপভোগ করতে পারবেন।

আরো দেখুন:

কিভাবে দেখবেন লাইভ ক্রিকেট বিপিএল?

সারাবিশ্বে এই উত্তেজনাপূর্ণ বিপিএলের লাইভ সম্প্রচার করা হবে। বাংলাদেশ, ভারত, কানাডা পাকিস্তান, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যের চ্যানেলগুলো থেকে সরাসরি এই সম্প্রচার আপনি উপভোগ করতে পারবেন। সারাবিশ্ব থেকে যেভাবে বিপিএল লাইভ ক্রিকেট উপভোগ করবেন:

গাজী টিভির মাধ্যমে বিপিএল লাইভ খেলা 2024

অনলাইনে দারাজ অ্যাপ এর মাধ্যমেও আপনি বিপিএল লাইভ সম্প্রচার উপভোগ করতে পারবেন এজন্য আপনার করণীয়:

বাংলাদেশ  গাজী টিভি (জিটিভি), মাছরাঙ্গা টেলিভিশন
ভারত  ফ্যানকোড 
পাকিস্তান  জিও সুপার (জিও টিভি) 
যুক্তরাজ্য  বিটি স্পোর্স 
আমেরিকা  Hotstar US 
ক্যারিবিয়ান  ফ্লো স্পোর্টস 
কানাডা  Hotstar Canada 
আফগানিস্তান  আরটিএ (রেডিও টেলিভিশন আফগানিস্তান) 
ইতালি  ইলেভেন স্পোর্টস 

লাইভ সহ আজকের বিপিএল খেলার আগে সব ধরনের  বিস্তারিত বিষয় থাকবে।

এখানে দেখুন: আজকের বিপিএল লাইভ খেলা 2024.

আজকের বিপিএল খেলা লাইভ ওয়েবসাইট

বিপিএল লাইভ খেলা 2024 দেখার জন্য কিছু ওয়েবসাইট রয়েছে যেখানে আপনি ওয়েবসাইট স্ট্রিমিং এর মাধ্যমে এই খেলা গুলোর সম্প্রচার দেখতে পারবেন। ফেসবুক ওয়াচ ও অ্যাপ স্টিমিং-এর মাধ্যমে দেখা হয় কিন্তু ওয়েবসাইটের মাধ্যমেও প্রিমিয়ার লীগের খেলাগুলো আপনি দেখতে পারবেন। সাইটগুলো হলো:

  • Willow TV
  • Hotstar
  • BCCI TV
  • Watchcric
  • Webcric
  • Time 4TV
  • Batman Stream
  • My Live Cricket
  • VipBox
  • ESPN Cricinfo
  • Hesgoal
  • TotaolSportek
  • Yalla Shoot

ফেসবুকের মাধ্যমে বিপিএল লাইভ খেলা 2024

অ্যাপ ও ওয়েবসাইট স্ট্রিমিং করার পাশাপাশি আপনি ফেসবুক ওয়াচেও (Facebook Watch) বিপিএল লাইভ দেখতে পারবেন। Facebook এমন একটি সোশ্যাল মাধ্যম যেখানে সবকিছু দেখা ও করা সম্ভব। মানুষ আজকাল নিজেদের বেশিরভাগ সময় এই ফেসবুকেই কাটিয়ে থাকেন। তাই এই ফেসবুকের মাধ্যমেই বেশিরভাগ মানুষ ক্রিকেট খেলা লাইভ, স্কোর জানা, ধারাভাষ্য উপভোগ করে থাকেন। ফেসবুকে কিভাবে বিপিএল লাইভ ক্রিকেট উপভোগ করতে হয় এটা সকলেই জানেন তারপরও আপনাদের সুবিধার্থে আমি আবার উল্লেখ করে দিচ্ছি।

  • প্রথমে আপনার ফোনে ডাউনলোডকৃত ফেসবুক অ্যাপটি (Facebook App) ওপেন করুন।
  • ফেসবুক অ্যাপটি ওপেন (Open) করার পর এটি সার্চ আইকনে গিয়ে লিখুন “টুডে বিপিএল লাইভ ক্রিকেট ম্যাচ / Today BPL Live Cricket Match”।

টুডে বিপিএল লাইভ ক্রিকেট ম্যাচ

  • এবার সার্চ (Search) করুন।

টুডে বিপিএল লাইভ ক্রিকেট ম্যাচ

  • সার্চ করার পর আপনার সামনে অনেকগুলো ফেসবুকের পেজ ও গ্রুপ আসবে যেখানে লাইভ এবার ঐ নির্দিষ্ট পেজ বা গ্রুপে প্রবেশ করে ক্রিকেটের ধারাভাষ্য, স্কোর জানতে ও উপভোগ করতে পারবেন।

বিপিএল লাইভ খেলা দেখার লিংক-

বাংলাদেশ প্রিমিয়ার লিগের খেলা দেখার জন্য উন্মুখ হয়ে থাকে ক্রিকেটপ্রেমীরা। আপনি বিভিন্ন ফ্রি এ্যাপস ও সাইট স্ট্রিমিং করার মাধ্যমে লাইভ ম্যাচ উপভোগ করতে পারবেন। কিন্তু অ্যাপ ইনস্টল করা বা সাইটে প্রবেশ করে কিভাবে কি করবেন এটি আসলেই একটু ঝামেলার তাই অনেকেই লিংক চান যে সরাসরি লিংক এর মাধ্যমে কিভাবে আপনি এক ক্লিকে বিপিএল লাইভে প্রবেশ করতে পারবেন। তাই আপনাদের সুবিধার্থে এখনে আমি লিংক শেয়ার করলাম। 

নিচের লিংকে ক্লিক করুন লাইক বিপিএল লাইভ দেখার জন্য।

এখানে দেখুন: সরাসরি ক্রিকেট খেলা দেখুন আজকের.

বিপিএল সরাসরি লাইভ অ্যাপস

সাধারণত বিপিএলের ম্যাচগুলো অ্যাপ স্ট্রিমিং করার মাধ্যমে দেখা হয় কিন্তু অ্যাপে এত বেশি পরিমাণে এড দেখানো হয় যে খেলা দেখাই মুশকিল হয়ে পড়ে। আজ আপনাদের সামনে এমন কিছু অ্যাপ তুলে ধরব যেগুলো স্ট্রিমিং করার মাধ্যমে ও বিরক্তি ছাড়াই আপনি খেলা উপভোগ করতে পারবেন। কিছু অ্যাপ সারা বিশ্বেই এভেলেবেল রয়েছে আর কিছু নির্দিষ্ট দেশগুলোতে রয়েছে সেগুলো আমি তালিকা করে আপনাদেরকে দিয়ে দিচ্ছি।

অ্যাপের নাম যে যে দেশে পাওয়া যাবে অ্যাপ সম্পর্কিত কিছু কথা
হটস্টার (Hotstar) ভারত, কানাডা, এবং ইউএস ভারতের অন্যতম সেরা একটি অ্যাপ হলো হটস্টার যার মাধ্যমে আপনি বিপিএল লাইভ দেখতে পারবেন। হটস্টার এর মাধ্যমে আপনি লাইভ ক্রিকেট অনলাইনে যেকোনো সময়, যে কোন জায়গায় উপভোগ করতে পারবেন।
ইউটিউব (YouTube) সারাবিশ্বে- ইউটিউব এর মাধ্যমে বাংলাদেশ প্রিমিয়ার লিগের খেলা সরাসরি দেখতে পারবেন। এজন্য আপনাকে শুধু রাবিটহোলেবডি subscribe করতে হবে। 
উইলো টিভি (Willow TV) যুক্তরাজ্য এবং কানাডা- উইলো টিভি সকল ধরনের ক্রিকেট প্লেগুলো সম্প্রচার করে থাকে অ্যাপের মাধ্যমে। এর জন্য আপনাকে টাকা পে করতে হবে। 
ইটিসালাত টিভি (Etisalat TV) আফ্রিকা, এশিয়া এবং মধ্যপ্রাচ্য  মিশরের ক্রিকেটপ্রেমীরা অনলাইনে বিপিএল এর লাইভ ম্যাচ টিভি মোবাইল অ্যাপ ডাউনলোড করে দেখতে পারবেন। এটি মিশরে টিভি শো, চলচ্চিত্র, লাইভ স্পোর্টস এবং সংবাদ সম্প্রচার করে থাকে।
ক্রিকবাজ (Cricbuzz) সারাবিশ্বে- ক্রিকবাজ হল সারা বিশ্বের জনপ্রিয় একটি ক্রিকেট অ্যাপ যার মাধ্যমে অ্যান্ড্রয়েড ও আইফোন ব্যবহারকারীরা খেলা, লাইভ স্কোর ও প্রতিটি মুহূর্ত উপভোগ করতে পারেন। এটি একটি ফ্রি মোবাইল অ্যাপ এবং খুব সহজেই ডাউনলোড করা সম্ভব প্লে স্টোর থেকে। 
দা অফিসিয়াল আইসিসি অ্যাপ (The Official ICC App) সারাবিশ্বে- আন্তর্জাতিক যত ধরনের ম্যাচগুলো হয়ে থাকে দা অফিসিয়াল আইসিসি অ্যাপ এর স্ট্রিমিংয়ের মাধ্যমে আপনি দেখতে পারবেন। মাঝে মাঝে হয়তো আপনি নেট সমস্যা দেখতে পারেন কিন্তু এটি খুব ভালো একটি অ্যাপ আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ দেখার জন্য। 
ফেন কোড লাইভ অ্যাপ (Fan Code Live App) সারাবিশ্বে- ফেন কোড লাইফ অ্যাপের মাধ্যমেও আপনি সারা বিশ্বে থেকে ডাউনলোড করে এর মাধ্যমে ক্রিকেটের সকল ম্যাচ উপভোগ করতে পারবেন। প্রতি বলের আপডেট, আউট, ধারাভাষ্য তবে আপনি এই অ্যাপের মাধ্যমে লাইভ দেখতে পারবেন। 
ইয়াহু ক্রিকেট অ্যাপ (Yahoo Cricket App) সারাবিশ্বে- ইয়াহু ক্রিকেট অ্যাপ হলো একটি স্পোর্টস অ্যাপ যা ক্রিকেট ভক্তদের ক্রিকেট বিশ্বে কি ঘটছে তা জানতে সাহায্য করে। সারাবিশ্বের সমস্ত ক্রিকেটের যেকোনো তথ্য জানতে এটি একটি অসাধারণ অ্যাপ। 
স্মার্টক্রিক (Smartcric) সারাবিশ্বে স্মার্টক্রিক যা জনপ্রিয় একটি অনলাইন অ্যাপ যেখানে স্মার্টফোনের মাধ্যমে আপনি লাইভ খেলা দেখতে পারবেন। স্মার্টক্রিক অ্যাপটি বিনামূল্যে অনলাইন লাইভ ক্রিকেট দেখার একটি দুর্দান্ত মাধ্যম। আপনি খেলা বিষয়ে যে কোন তথ্য জানতে Smartcric ব্যবহার করতে পারেন বা তাদের ওয়েবসাইটও আপনি দেখতে পারেন। এই অ্যাপটি ব্যবহার করার জন্য আপনাকে কোন ধরনের টাকা খরচ করতে হবে না। 
ওয়ান ক্রিকেট অ্যাপ (OneCriket App) সারাবিশ্বে ওয়ান ক্রিকেট অ্যাপ তেমন জনপ্রিয় নয় যদিও তবে লাইভ স্কোর চেক এবং লাইভ ক্রিকেট ম্যাচ দেখার জন্য এটি একটি চমৎকার ক্রিকেট লাইভ অ্যাপ। আপনি যদি খেলা দেখায় ততটা আগ্রহী না হন কিন্তু স্কোরের ব্যাপারে বেশ আগ্রহী হন এবং দেখতে চান তাহলে আপনি এই অ্যাপটি ব্যবহার করতে পারেন।
ইয়াপ টিভি (Yupp TV) ৯০ টিরও বেশি দেশে এটি ডাউনলোড করা যাবে। তার মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য,, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, মালয়েশিয়া, ভারত ও মধ্যপ্রাচ্যের কিছু কিছু জায়গায়। ইয়াপ টিভি ভারতের শীর্ষস্থানীয় অ্যাপগুলোর মধ্যে ইয়াপ টিভি  অ্যাপ একটি। এই অ্যাপের মাধ্যমে আপনি স্পোর্টস চ্যানেল, ক্যাচআপ টিভি, চলচ্চিত্র এবং আঞ্চলিক চ্যানেল সহ ২০০ টিরও বেশি ভারতীয়  লাইভ টিভি চ্যানেল দেখতে পারবেন। 
জিটিভি লাইভ স্পোর্টস (Gtv Live Sports) সারা বিশ্বে জিটিভি লাইভ স্পোর্টস বাংলাদেশের অন্যতম জনপ্রিয় একটি স্পোর্টস চ্যানেল যা দেশের সকল ধরনের ক্রিকেটের আপডেট দিয়ে থাকে। জি টিভি অ্যাপ ইন্সটল করে আপনি বিপিএলের লাইভ ম্যাচগুলো স্ট্রিমিং করতে পারেন। এই অ্যাপটি শুধু অ্যান্ড্রয়েডই আপনি ব্যবহার করতে পারবেন। 

আজকের বিপিএল লাইভ খেলা 2024 -FAQ

১.  কিভাবে আমি বিপিএল লাইভ ম্যাচ ফ্রী দেখতে পারি? 

দারাজ অ্যাপের (Daraz App) মাধ্যমে আপনি বিপিএল লাইভ ম্যাচ ফ্রী দেখতে পারবেন। 

২. ভারতীয়রা কি বিপিএল খেলে? 

অ্যাডাম গিলক্রিস্ট চান ভারতের ক্রিকেট কন্ট্রোল বোর্ড যেন ভারতীয় ক্রিকেটারদের দেশের বাইরে টি-টোয়েন্টি অংশ নিতে দেয়। BCCI বর্তমানে ভারতীয় খেলোয়াড়দের আইপিএলের একচেটিয়তা বজায় রাখার জন্য অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লীগের মতো বিদেশী টি-টোয়েন্টি লেগে অংশগ্রহণের অনুমতি দেয়নি এখনো। 

৩. বিপিএল ২০২২ এর সেরা খেলোয়ার কে? 

সাকিব আল হাসান বিপিএল এর ম্যান অফ দ্যা ম্যাচ ২০২২ এর। তিনি সবসময় এগিয়ে রয়েছেন বিপিএলে। তিনি পাঁচটি MOM পুরস্কার জিতেছেন। এছাড়াও তিনি প্লেয়ার অব দ্য সিরিজ অ্যাওয়ার্ড পেয়েছেন। 

৪. কতজন বিদেশি খেলোয়াড় আর খেলার অনুমতি পেয়েছেন?

প্রিমিয়ার লিগের নিয়ম অনুসারে ক্লাবগুলি তাদের সিনিয়র কোডে সর্বাধিক ২৫ জন খেলোয়াড় রাখতে পারে। যার মধ্যে ১৭ জনের বেশি “নন হোম গ্রাউন” ক্যাটাগরির অধীনে আসার অনুমতি নেই।

আরো দেখুন:

পরিসমাপ্তি: বিপিএল বাংলাদেশের তিনটি পেশাদার ক্রিকেট লিগের মধ্যে একটি। এটি বিশ্বের ১৬ তম সর্বাধিক অংশগ্রহণকারী সমন্বয়ে একটি প্রিমিয়ার লীগ। সারা দেশে বসবাসরত বাঙালি ও ভিনদেশীরা এই খেলাটি উপভোগ করতে চান তাই কিভাবে কি করতে হবে অনেকেই জানেন না।

কোন সাইটে প্রবেশ করতে হবে বা কোন অ্যাপ ইন্সটল করলে তারা খেলাটি দেখতে পারবেন সে বিষয়গুলো নিয়ে ছিল আমাদের বিপিএল লাইভ খেলা 2024 ম্যাচের পোস্ট। এই পোস্টের মাধ্যমে আপনি বিস্তারিত সকল কিছুই এখান থেকে জানতে পেরেছেন। বিপিএল লাইভে কোন কিছু আপডেট হলে তা আমাদের এই পোষ্টের মাধ্যমেই জানিয়ে দেওয়া হবে। 



from wikipediabangla.com https://ift.tt/BHp2cGL

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.