আসছালামু আলাইকুম সবাই কেমন আছেন?আসা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমি ও ভালো আছি। বন্ধুরা এস এস সি পরীক্ষা আমাদের সবার জিবনের একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা। আর বেশি দিন নেই সামনেই এস এস সি পরীক্ষা তাই এখন থেকে ভালো করে প্রিপারেশন নেন। বন্ধুরা মোটা মোটি আমরা সকল প্রকার সাজেশন দিয়ে থাকি। তো বন্ধুরা আজকে আমরা এস এসসি বাংলা ১ম পত্র সাজেশন ২০২৪ আপনাদের জন্য নিয়ে হাজির হলাম। আসা করি এসএসসি বাংলা ১ম পত্র সাজেশন ২০২৪ (PDF Download)-এস এস সি/SSC Bangla 1st Paper Suggestion 2024 -এসএসসি ২০২৪ এর বাংলা সাজেশন তোমাদের উপকারে আসবে।
এসএসসি বাংলা ১ম পত্র সাজেশন ২০২৪
সর্বমোট বিভাগ থাকবে ৪টি (সৃজনশীল)
ক-বিভাগ (গদ্যাংশ) ৪টি প্রশ্ন থাকবে, দিতে হবে কমপক্ষে ২টি।
খ-বিভাগ (পদ্যাংশ) ৩টি প্রশ্ন থাকবে, দিতে হবে কমপক্ষে ২টি।
গ-বিভাগ (উপন্যাস) ২টি প্রশ্ন থাকবে, দিতে হবে কমপক্ষে ১টি।
ঘ-বিভাগ (নাটক) ২টি প্রশ্ন থাকবে, দিতে হবে কমপক্ষে ১টি।
এস এস সি বাংলা সাজেশন ২০২৪
বন্ধুরা নিচে আমাদের দেওয়া সাজেশনে আপনারা এসএসসি বাংলা ১ম পত্র বইয়ের সকল বোর্ডের সাজেশন পেয়ে যাবেন।
SSC Bangla 1st Paper Suggestion 2024
গদ্যাংশ: (৪টি থেকে ন্যূনতম ২টির উত্তর দিতে হবে)
- সুভা
- বইপড়া
- আঁম আটির ভেপু
- মমতাদি
- শিক্ষা ও মনুষ্যত্ব
- উপেক্ষিত শক্তির উদবোধন
For Avoiding risk
- অভাগীর স্বর্গ
- সাহিত্যের রূপ ও রীতি
- প্রবাস বন্ধু
উপন্যাসঃ (২টি প্রশ্ন থেকে ন্যূনতম ১টির উত্তর দিতে হবে)
- পল্লিসাহিত্য
গদ্য: ক ও খ নম্বর প্রশ্নের জন্য
সুভা:
জ্ঞানমূলক:
- সুভা দিনের ভেতরে কয়বার গোয়ালঘরে যেত?
- 'সুভা' গল্পে পিতামাতার নীরব হৃদয়ভারের মতো বিরাজ করছে নে
- সুভাদের গ্রামের নাম কী?
- গোয়ালঘরে গাভী দুটির নাম কী?
- প্রতাপের প্রধান শখ কী?
- রবীন্দ্রনাথ ঠাকুর রচিত 'সুভা' গল্পে সুভার কয়টি বোন ছিল?
- 'সুভা' গল্পে কী কারণে বাণী কণ্ঠ তাঁর ছোটো মেয়েটার নাম সুভাি
অনুধাবন মূলক
- সুভাষিণী নামটি সার্থক হয়নি কেন? ব্যাখ্যা করো।
- 'পিতামাতার নীরব হৃদয়ভার'- কথাটির দ্বারা লেখক কী বোঝাতে চেয়েছেন?
- মা সুভাষিণীকে নিজের ক্রটিস্বরূপ দেখতেন কেন?
- 'মাছ ধরার সময় বাক্যহীন সঙ্গীই সর্বাপেক্ষা শ্রেষ্ঠ'- বাক্যটির মাে
- সুভার পিতা-মাতা চিহ্নিত হয়ে পড়লেন কেন?
- সুভাকে কলকতায় যেতে চায় না কেন?
- 'দেখিস আমাদের ভুলিস নে।'- প্রতাপ কেন বলেছিল?
- মেয়েকে সান্তনা দিতে গিয়ে বাণীকন্ঠের কপোল অশ্রু গড়িয়ে পড়ল
বইপড়া
জ্ঞানমূলক:
- প্রথম চৌধুরী সম্পাদিত পত্রিকার নাম কী?
- বাংলা সাহিত্যে চলিত রীতির প্রবর্তক কে?
- কার নেতৃত্বে বাংলা সাহিত্য নতুন গদ্য ধারার সূচনা হয়?
- মানুষের সর্বশ্রেষ্ট শখ কোনটি/
- কীসের জন্য আমরা সকলে উদ্দ্বাহু?
- কীসের নগদ বাজারদর নেই?
- শিক্ষিত সমাজের লোলুপ দৃষ্টি কীসের ওপর?
- কোনটি সম্পর্কে অনেকেই সন্দিহান?
- পুরো মনটার সাক্ষাৎ পাওয়া যায় কোথায়?
- কী ছাড়া সাহিত্যচর্চার উপায়ন্তর নেই।
- নীতির চর্চা কোথায় করতে হয়?
অনুধাবন মূলক:
- আমরা জাত হিসেবে শৌখিন নই- বুঝিয়ে লেখো।
- সাহিত্যচর্চাকে শিক্ষার সর্বপ্রধান অঙ্গ বলা হয়েছে কেন?'ব্যাধিই সংক্রামক, স্বাস্থ্য নয়'- কেন?
- 'যে জাতির জ্ঞানের ভান্ডার শূন্য, সে জাতির ধনের ভাঁড়েও ভবানী।'উক্তিটি দ্বারা কী বোঝানো হয়েছে?
- 'সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত' বলতে লেখক কী বুঝিয়েছেন?
- 'বিদ্যার সাধনা শিষ্যকে নিজে অর্জন করতে হয়' বলতে কী বোঝানো হয়েছে?
- স্কুল কলেজের শিক্ষাকে বিদ্যা গেলানোর সাথে তুলনা করা হয়েছে কেন?
- 'দেহের মৃত্যুর রেজিস্টারি রাখা হয়, আত্মার হয়না' কথাটি দ্বারা কী বোঝানো হয়েছে?
- লেখক লাইব্রেরিকে হাসপাতালের ওপরে স্থান দিয়েছেন কেন?
আম আঁটির ভেঁপু:
- 'দৃষ্টিপ্রদীপ' উপন্যাসের লেখক কে?
- হরিহরের পুত্র কোথায় বসে খেলা করছিল?
- টোল-খাওয়া টিনের ভেঁপু বাঁশির দাম কত?
- দুর্গার বয়স কত?
- অপুর চোখ কেমন ছিল?
- হরিহর রায়ের জ্ঞাতি ভ্রাতার নাম কী?
অনুধাবনমূলক:
- 'পিজরাপোলের আসামি'- বলতে কী বোঝানো হয়েছে?
- 'আজকাল চাষাদের ঘরে লক্ষ্মী বাঁধা' বলতে কী বোঝানো হয়েছে?
- 'আগ্রহে সর্বজয়ার কথা বন্ধ হইবার উপক্রম হইল'- কেন? ব্যাখ্যা করো।
- 'ঠাকুরের হাঁড়ি দেখচি শিকের উঠেচে'-কথাটি দ্বারা বোঝানো হয়েছে?
- সম্মুখ দুয়ার দিয়ে দুর্গার বাড়িতে ঢোকার সাহস হলো না কেন?
মমতাদি:
জ্ঞানমূলক:
- লেখকের বাড়িতে মমতাদির আগমন ঘটেছিল কোন ঋতুতে?
- মমতাদিরর বয়স কত ছিল?
- মমতাদির কপালের ক্ষত চিহ্নটি কেমন?
- মমতাদির বাসা কোন গলিতে ছিল?
- মমতাদিকত নম্বর বাড়িতে থাকে?
- 'মমতাদি' গল্পে খোকা জীবনময় লেনের কী নাম দিয়েছিল?'বাছা' শব্দের অর্থ কী?
অনুধাবনমূলক:
- মমতাদির মুখ লাল হলো কেন?
- 'পদা ঠেলে উপার্জনের জন্য বাইরে এসেছে'- কথাটি বুঝিয়ে লেখো।
- 'কাজগুলিকে সে আপনার করে নিল, মানুষগুলির দিকে ফিরেও তাকালনা'- উক্তিটি বুঝিয়ে লেখো।
- মমতাদিকে 'ছায়াময়ী মানবী' বলা হয়েছে কেন?
শিক্ষা ও মনুষ্যত্ব:
জ্ঞান মূলক:
- মোতাহার হোসেন চৌধুরীর অনুবাদগ্রন্থ দুটির নাম লেখো।
- মানুষের জীবনকে কীসের সাথে তুলনা করা যায়?
- জীবসত্তার ঘর থেকে মানবত্তার ঘরে উঠবার মই কোনটি?
- শিক্ষার শ্রেষ্ঠ দিক কোনটি?
- শিক্ষার আসল কাজ কী?
- শিক্ষার মারফতে কী লাভ করা যায়?
অনুধাবনমূলক:
- মানুষের জীবনকে একটি দোতলা ঘরের সাথে তুলনা করা হয়েছে কেন?
- লেখক শিক্ষাকে 'মই' হিসেবে দেখছেন কেন?
- মূলবোধ বা মনুষ্যত্ববোধ বলতে কী বোঝায়?
- 'শিক্ষা ও মনুষ্যত্ব' প্রবন্ধে অপ্রয়োজনীয় দিককে শ্রেষ্ঠ দিক বলা হয়েছে কেন? ব্যাখ্যা করো।
- 'অর্থ সাধনাই জীবন সাধনা নয়'- ব্যাখ্যা করো।
নিমগাছ:
জ্ঞানমূলক
- বনফুলের প্রকৃত নাম কী?
- বনফুল ভারত সরকারের কাছ থেকে কী উপাধি লাভ করেন?
- কোন গাছের ছাল ও পাতা চর্মরোগের অব্যর্থ মহৌষধ?
- কারা নিমগাছের গজালে কারা খুশি হন।
- বাড়ির পাশে নিমগাছ গজালে করা খুশি হ?
- কবির কাছে নিমগাছের থোকা ফুল দেখতে কেমন?
অনুধাবনমূলক:
- 'কেউ ছালটা ছাড়িয়ে নিয়ে সিদ্ধ করছে'- এ কথা দ্বারা লেখক কী বুঝিয়েছেন?
- 'খোস দাদ হাজা চুলকানিতে লাগাবে।'- ব্যাখ্যা করো।
- 'চর্মরোগ অব্যর্থ মহৌষধ' বলতে কী বোঝানো হয়েছে?
- কবিরাজের নিমগাছের প্রশংসায় পঞ্চমুখ কেন?
- 'শান দিয়ে বাঁধিয়ে দেয় কেউ- সে আর এক আবর্জনা। ব্যাখ্যা করো।
- 'কবিরাজ নয়, কবি'- বুঝিয়ে লেখো।
- নিমগাছটি কেন নতুন লোকটির সাথে চলে যেতে চাইল বুঝিয়ে লেখো
পদ্যাংশ (৩টি থেকে ন্যূনতম ২টির উত্তর দিতে হবে)
- কপোতাক্ষ নদ
- মানুষ
- আমার পরিচয়
- স্বাধীনতা শব্দটি কীভাবে আমাদের হলো
- রানার
- পল্লী জননী
For Avoiding risk
- তোমাকে পাওয়ার জন্য, হে স্বাধীনতা
- সেই দিন এই মাঠ
- জীবন সঙ্গীত
- আমি কোনো আগন্তুক নই
পদ্য: ক ও খ নম্বর প্রশ্নের জন্য
কপোতাক্ষ নদ:
জ্ঞানমূলক:
- সনেটের বাংলা প্রতিশব্দ কী?
- বাংলা সাহিত্যে সনেটের প্রবর্তন করেন কে?
- কবি কীসের ছলনায় কান জুড়ান?
- 'সতত' শব্দটির অর্থ কী?
- 'ভ্রান্তি' শব্দের অর্থ কী?
অনুধানমূলক:
- সতত তোমার কথা ভাবি এ বিরলে'- উক্তিটি ব্যাখ্যা করো।
- 'জুড়াই এ কান আমি ভ্রান্তির ছলনে' বলতে কবি কী বুঝিয়েছেন?
- 'কিন্তু এ স্নেহের তৃষ্ণা মিটে কার জলে'- চরণে কবি কী বোঝাতে চেয়েছেন?
- 'দুগ্ধ-স্রোতরূপী তুমি জন্মভূমি-স্তনে'- ব্যাখ্যা করো।
- 'আর কি হে হবে দেখা?'- কবির এই সংশয়ের কারণ কী? ব্যাখ্যা করো।
মানুষ:
জ্ঞানমূলক:
- দুয়ারো কোন ঠাকুর দাঁড়িয়ে আছে?
- দেবতার বরে আজ পূজারি কী হয়ে যাবে বলে ভেবেছিল?
- মুসাফির কতদিন ভুখা ছিল?
- ভুখারির পথ জুড়ে কীসের মানিক জ্বলে?
- মুসাফিরের গাছে কী ছিল?
- 'ভ্যালা হলো দিখি লেঠা'- উক্তিটি কার?
- 'নমাজ পড়িস বেটা'- উক্তিটি কার?
- 'মহীয়ান' শব্দের অর্থ কী?
অনুধাবনমূলক:
- 'মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহীয়ান'- কেন? ব্যাখ্যা করো।
- 'নাই দেশ-কাল-পাত্রের, ভেদ, অভেদ ধর্মজাতি'- ব্যাখ্যা করো।
- 'মানুষ' কবিতায় 'ক্ষুধার ঠাকুর' বলতে কবি কী বুঝিয়েছেন?
- 'দ্বার খোলো বাবা, খাইনি তো সাত দিন।' মুসাফির কথাটি কেন বলেছে?
- 'ঐ মন্দির পূজারির, হায় দেবতা, তোমার তোমার নয়'- ভূখারির এ উক্তির কারণ কী?
- 'নামাজ পড়িস বেটা?'- মোল্লা কেন ভুখারিকে কথাটি বলল?
- ' আমার ক্ষুধার অন্ন তা বলে বন্ধ করনি প্রভু'-বলতে কী বোঝানো হয়েছে?
- কোথা চেঙ্গিস, গজনি মামুদ, কোথায় কালাপাহাড়? কবি তাঁদের খোঁজ করেছেন কেন?
- "ভেঙে ফেল ঐ ভজনালয়ের যত তালা দেওয়া দ্বার"-বুঝিলে লেখো।
- মন্দিরের পুরোহিত ও মসজিদের মোল্লারা হৃদয়হীন কাজ কেন করে? ব্যাখ্যা করো।
আমার পরিচয়:
- কবি কোন পথ দিয়ে হাজার বছর পথ চলার কথা বলেছেন?
- কবি কোন অক্ষরগুলো থেকে এসেছেন বলে উল্লেখ করেছেন?
- মন্দির বেদি জোড় বাংলায় অবস্থিত?
- 'আমার পরিচয়' কবিতায় 'কমলার দীঘি' ছাড়া আর কোন লোককাহিনীর কথা আছে?
- রাষ্ট্রভাষার রাজপথ কোন রঙের?
- 'আমার পরিচয়' কবিতায় কীসের ছবি আঁকার কথা বলা হয়েছে?
- 'আলপথ' অর্থ কী?
অনুধাবনমূলক:
- "আমি বাংলার আলপথ দিয়ে হাজার বছর চলি"-চরণটি দ্বারা কবি কী বোঝতে চেয়েছেন?
- 'আমার পরিচয়' কবিতায় কবি 'আমি তো এসেছি বৈর্ততের বিদ্রোহী গ্রাম' থেকে'- চরণটি দ্বারা কী বুঝিয়েছেন?
- 'আমি তো এসেছি পালযুগ নামে চিত্রকলার থেকে' বলতে কী বোঝানো হয়েছে?
- "শুধাও আমাকে এতদূর তুমি কোন প্রেরণায়এলে"-উক্তিটি বুঝিয়ে লেখো।
- 'রাষ্ট্রভাষার লাল রাজপথ'- বলতে কী বোঝ? ব্যাখ্যা করো।
- স্বাধীনতাএ শব্দটি কীভাবে আমাদের হলো:
জ্ঞানমূলক:
- লক্ষ বিদ্রোহী শ্রোতা বসে আছে কেন?
- বর্তমান শিশুপার্কের স্থান আগে কী ছিল?
- সেদিনের বিকেলটি কেমন ছিল না?
অনুধাবনমূলক:
- 'শ্রেষ্ঠ বিকেলের গল্প' বলতে কী বোঝানো হয়েছে? ব্যাখ্যা কর।
- 'জনসমুদ্রের উদ্যান' বলতে কী বোঝানো হয়েছে?
- 'মার্চের বিরুদ্ধে মার্চ'- কথাটি ব্যখ্যা কর।
বঙ্গবাণী
- 'ঢাকার হৃদয় মাঠখানি' বলতে কী বুঝিয়েছেন?
জ্ঞানমূলক
- বঙ্গবাণী কবিতায় কবি আবদুল হাকিমের মতে, সববাক্য বুঝতে পারেন কে?
- কার হিন্দুর অক্ষরকে হিংসা করে?
- কবি কাদের দেশ ত্যাগ করতে বলেছেন?
- 'হাবিলাষ' অর্থ কী?
- 'ছিফাত' শব্দের অর্থ কী?
অনুধাবন মূলক:
- 'কিতাব পড়িতে যার নাহিক অভ্যাস'- বলতে কী বোঝানো হয়েছে?
- আরবি-ফারসি সম্পর্কে কবির মতামত কী? ব্যাখ্যা করো।
- 'যেই দেশে যেই বাক্য কহে নরগণ'- সেই বাক্য বুঝে প্রভু আপে
- নিরঞ্জন'- ব্যাখ্যা করো।
- মারফত জ্ঞানহীনরা হিন্দুর অক্ষর হিংসা করে কেন?
- 'সেসব কাহার জন্ম নির্ণয় ন জানি' বলতে কী বোঝানো হয়েছে?
পল্লী জননী:
- আড়ও শব্দের অর্থ কী?
- ছেলে কোথায় ঢ্যাঁপের মোয়া বেঁধে রাখতে বলেছিল?
- 'পল্লীজননী' কবিতায় হুতুম পাখির ডাক অকল্যাণকর।
- 'পল্লিজননী' কবিতায় সাতনরি শিকা ভরে কী রাখার কথা হয়েছে?
- কোথা থেকে পচা পাতার ঘ্রাণ আসছে?
অনুধাবনমূলক:
- 'আঁধারের সাথে যুঝিয়া তাহার ফুরায়ে এসেছে তেল।'- চরণটি দ্বারা কী বোঝানো হয়েছে?
- 'ফোঁটায় ফোঁটায় পাতা-চোঁয়া জল ঝরিছে তাহার সনে'-বুঝিয়ে লেখ।
- 'মোসলমানের আড়ঙ দেখিতে নাই"- 'পল্লীজননী' কবিতায় মা একথা বলেছেন কেন?
- "সম্মুখে তার ঘোর কুজুটি মহাকাল রাত পাতা"-বলতে কী বোঝানো হযেছে?
- মা নামাজের ঘরে মোমবাতি আর দরগায় দাগ মানেন কেন? বুঝিয়ে লেখ।
তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা:
জ্ঞানমূলক প্রশ্ন:
- শূন্য থালা হাতে পথের ধারে কে বসে ছিল?
- কার পদভারে একটি নতুন পৃথিবীর জন্ম হতে চলেছে?
- অবুঝ শিশু কোথায় হামাগুড়ি দিল?
- ঘুস্থরে বুড়োর চোখের নিচে কী ছিল?
অনুধাবনমূলক প্রশ্ন:
- "আর কতবার ভাসতে হবে রক্তগঙ্গায়" বলতে কবি কী বুঝিয়েছেন?
- 'সিথির সিঁদুর মুছে গেল হরিদাসীর'- চরণটি ব্যাখ্যা কর।
- 'তোমাকে আসতেই হবে, হে স্বাধীনতা'- কবির এই দৃঢ় উক্তির কারণ বুঝিয়ে লেখ।
- জলপাই রঙের ট্যাঙ্ককে কবি দানব বলেছেন কেন?
গদ্য: গও ঘ নম্বর প্রশ্নের জন্য
সুভা
ক. বাক্সতিবন্ধীদের সঙ্গে প্রকৃতি ও জীজস্তুর সম্পর্কের স্বরূপ।
খ. প্রতিবন্ধীদের প্রতি পরিবার ও সমাজের অবহেলার স্বরূপ।
গ. প্রতিবন্ধীদের জীবন সংগ্রামের স্বরূপ।
বইপড়া
ক. সাহিত্যচর্চার প্রয়োজনীয়তা।
খ. বই পড়ার আনন্দ ও এর প্রয়োজনীয়তা।
গ. সামাজিক জীবনে লাইব্রেরির গুরুত্ব।
ঘ. আমাদের ত্রুটিপূর্ণ শিক্ষাব্যবস্থার স্বরূপ।
ঙ. স্বশিক্ষায় শিক্ষিতত হওয়ার গুরত্ব।
আম আঁটির ভেঁপু
ঘ. শৈশবের চিরন্তন আনন্দ কোনো কিছুর দাড়াই প্রভাবিত হয় না, বরং তা শাশ্বত সুন্দর
উ. হরিহর ও সর্বজায়ার চরম দারিদ্রদ্র্য ও ভোগান্তি
চ. ভাই বোনের আনন্দময় সম্পর্ক
শিক্ষা ও মনুষ্যত্ব
চ. শিক্ষার আসল উদ্দেশ্য অর্থ উপার্জন নয়, মূল্যবোধ সৃষ্টি**
ছ. শিক্ষার মারফতে মনুষ্যত্বলোকে পৌছানোর একমাত্র বাঁধা লোভ**
মমতাদি
ক. তৎকালীন সমাজের একজন সংগ্রামী নারী চরিত্রের মজবুত অবস্থান
খ. গৃহকর্মীদের প্রতি সদয় আচরণ ও বন্ধুত্ব**
গ. নারী নির্যাতনের আংশিক দৃশ্য
নিমগাছ
ক . নারী ও নারীর কর্মের প্রতি শ্রদ্ধার মনোভাব প্রকাশের স্বরূপ।
খ. নিমগাছের নিঃস্বার্থ উপকারী দিক সম্পর্কে ধারণা।
গ.নারীর প্রতি মানুষের স্বার্থপর দৃষ্টিভঙ্গির নমুনা।
ঘ. বাংলার গৃহকর্ম নিপুণা লক্ষ্মীবউয়ের জীবনবাস্তবতা ব্যাখ্যা
একাত্তরের দিনগুলি
ক. মুক্তিযুদ্ধে সম্মুখ যোদ্ধারা ছাড়াও বিচ্ছিন্ন ভাবে সহায়তাকারীদের ভূমিকা
খ. মুক্তিযুদ্ধ চলাকালীন ব্যাক্তি অভিজ্ঞতা ও ইতিহাস
গ. পারিবারিক আত্মত্যাগের গন্থ**
পদ্য: গ ও ঘ নম্বর প্রশ্নের জন্য
কপোতাক্ষ নদ
ক. কবির শৈশবের প্রতি সস্মৃতিকাতরতা**
খ. নদের আড়ালে দেশপ্রেমের অনুভূতির প্রকাশ
গ. সনেট সম্পর্কিত আলোচনা
মানুষ
ক. ধর্মীয় বৈষম্যের বিরোধীতা
খ. মানব ধর্মের গুরুত্ব ও প্রয়োজনীয়তা**
গ. দরিদ্রের অধিকার আদায়ের জন্য বিদ্রোহের আহ্বান
আমার পরিচয়
ক. বাঙ্গালীর ঐতিহাসিক পরিচয় ও গুরুত্ব**
খ. বাংলা শিল্প ও সাহিত্য চর্চা
গ. বাংলার স্বাধীনতা আন্দোলনের ইতিহাস**
স্বাধীনতা, এ শব্দটি কীভাবে আমাদের হলো
ক. বঙ্গবন্ধুর মৃত্যুর পর রাজনৈতিক ইতিহাস বিকৃতির গল্প
খ. মুক্তিযুদ্ধে বা স্বাধীকার আন্দোলনে ৭ই মার্চের ভাষনের ভূমিকা**
তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা
ক. পাকিস্তানি সেনাদের নির্মম অত্যাচারের স্মৃতি**
খ. স্বাধীনতার প্রতি বাঙ্গালীর প্রত্যাশা বা আকাঙ্ক্ষা
সেই দিন এই মাঠ
ক. প্রকৃতির চিরন্তন রূপ
খ. মানব জীবনের নশ্বরতা**
রানার
ক. শ্রমজীবী মানুষের প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা**
খ. রানারের সেবামূলক কাজ ও সমাজের দায় বদ্ধতা
গ. রানারের মাধ্যমে প্রতিবাদের ডাক দেয়া
কাকতাড়ুয়া (উপন্যাস)
ক. মুক্তিযুদ্ধের প্রতিনিধি হিসেবে স্বজনহারা কিশোর বুধার চরিত্রের স্বরূপ।**
খ. গ্রামগঞ্জে পাকিস্তানি বাহিনীর নিমর্ম ও অত্যাচার স্বরূপ।
গ. স্বাধীনতা সংগ্রামে একজন অকুতোভয় কিশোর মুক্তিযোদ্ধার ভূমিকা চিত্রণ।
ঘ. মুক্তিযুদ্ধকালীন বাংলাদেশের গ্রামীণ সমাজীবনের পরিচয় এবং সাধারণ ভূমিকা।
ঙ. উপন্যাসটির শিল্প-সার্থকতা বিচার
বহিপীর (নাটক)
ক, পশ্চাৎপদ গ্রামীণ সমাজে বিরাজিত কুসংস্কারের স্বরূপ।**
খ. পীর প্রথার প্রতি মানুষের বিশ্বাসের স্বরূপ।**
গ. তান্ত্রিক সমাজে নারী দিত্তাহের স্বরূপ।*
ঘ.নারীর মানসিক দাসত্ব ও স্বাধীনতচেতা মানসিকতার পরিচয়।*
ঙ.গ্রামীণ সমাজজীবনে অবশিক্ষার প্রভাব নির্দিষ্ট কর।
এসএসসি বাংলা ১ম পত্র সাজেশন ২০২৪ PDF
Click Here To Download
আরো দেখুন
Tag: এসএসসি বাংলা ১ম পত্র সাজেশন ২০২৪ (PDF Download),এস এস সি/SSC Bangla 1st Paper Suggestion 2024,এসএসসি ২০২৪ এর বাংলা সাজেশন
from Education Blog https://ift.tt/CURk3HB