Type Here to Get Search Results !

ঈদুল ফিতর ২০২৪ : ছুটি কয়দিন,কবে থেকে শুরু (সরকারি,বেসরকারি) ~ঈদের ছুটি ২০২৪

ঈদুল ফিতর ২০২৪ : ছুটি কয়দিন,কবে থেকে শুরু (সরকারি,বেসরকারি) ~ঈদের ছুটি ২০২৪


রমজান শেষ না হতেই ঈদের আমেজ শুরু। ইতিমধ্যে শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারীদের ঈদুল ফিতরের ছুটি শুরু হয়েছে গতকাল মঙ্গলবার থেকে। রমজান, স্বাধীনতা দিবস ও ঈদুল ফিতরসহ বেশ কয়েকটি ছুটি সমন্বয় করে থেকে এই ছুটি শুরু হয়েছে। এখন চাকরিজীবিরা ঈদুল ফিতরে তাদের ছুটি কয়দিন হবে সেটা নিয়ে ভাবতেছেন। এবার ঈদুল ফিতরে লম্ভা ছুটি হতে পারে। কারন ঈদের পরেই বাংলা নববর্ষ। তাই এক সাথে দুটি ছুটি কাটাতে পারবেন চাকরিজীবিরা। আসুন আমরা একটু হিসাব করে নেই এবারের ঈদুল ফিতরে ছুটি কয় দিন?

    ঈদুল ফিতরে ছুটি কয়দিন ২০২৪

    পবিত্র মাহে রমজান শুরু হয়েছে ১২ মার্চ মঙ্গলবার থেকে। যদি এবারে ৩০ টি রমজান হয় তাহলে ১১ এপ্রিল ঈদুল ফিতর অনুষ্ঠিত হবে। আর যদি ২৯ টি হয় তাহলে ১০ এপ্রিল পবিত্র ঈদুল ফিতর পালিত হবে।

    দেশে ঈদের দিন সাধারণ ছুটিতে থাকে। এ ছাড়া নির্বাহী আদেশে ঈদের আগের ও পরের দিন ছুটি ভোগ করেন সরকারি কর্মচারীরা।

    যদি ৩০ টি রোজা হয় তাহলে ঈদ হবে ১১ এপ্রিল বৃহ:বার। এর আগের দিন ১০ এপ্রিল বুধবার ও পরের দিন ১২ এপ্রিল শুক্রবার। আর ১৩ এপ্রিল শনিবার সাপ্তাহিক ছুটি। আর রবিবার ১৪ এপ্রিল বাংলা নববর্ষ সরকারি ছুটি রয়েছে। এতে ঈদ ও নববর্ষের মিলে টানা পাঁচ দিনের ছুটিতে মিলবে।

    আর যদি ২৯ রমজান হয় তাহলে ঈদ ও নববর্ষের মিলে টানা ৬ দিনের ছুটি মিলবে সরকারি চাকরিজীবীদের।

    এ ছাড়া যদি ২৯ রমজান হয় তাহলে সরকারি চাকরিজীবীরা ২৭ তারিখ (রবিবার) পবিত্র শবে কদরের শুটি পাবেন। এর আগে ৫,৬ তারিখ সাপ্তাহিক ছুটি। বাকি রইলো ২৮ এপ্রিল (সোমবার) কর্মদিবস।ওই দিন বাড়তি ছুটি নিতে পারলে টানা ১০ দিন ছুটি কাটাতে পারবেন সরকারি চাকরিজীবীরা

    এবার ঈদুল ফিতরে সরকারি চাকরিজীবীদের সমান কারখানা শ্রমিকরা ছুটি পাবেন বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী নজরুল ইসলাম চৌধুরী।

    গত বুধবার বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি ঈদযাত্রায় ভোগান্তি এড়াতে ঈদুল ফিতরের ছুটি দুদিন বাড়ানোর দাবি জানিয়েছে।

    Tag: এবারের ঈদে ছুটি কয়দিন ২০২৪, ঈদুল ফিতরের ছুটি কয়দিন,ঈদে সরকারি ছুটি কয়দিন ২০২৪,ঈদের ছুটি ২০২৪



    from Education Blog https://ift.tt/CMW6xo7

    Post a Comment

    0 Comments
    * Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.