Type Here to Get Search Results !

সেহরি ও ইফতারের দোয়া আরবি,বাংলা উচ্চারণ সহ-রোজার নিয়ত ও ইফতারের দোয়া বাংলা,আরবি উচ্চারণ সহ

আসছালামু আলাইকুম প্রিয় পাঠক সবাই কেমন আছেন আসা করি সবাই ভালো আছেন। আজকে আমরা তোমাদের সেহরি ও ইফতারের আরবি বাংলা উচ্চারণ ও অর্থ শেয়ার করতেছি। যারা মাহে রমজানের গুরুত্বপূর্ণ সময়ের নিয়ত ও দোয়া জানেন না বাংলা উচ্চারণ সহ আছে শিখে নিন।

সেহরি ও ইফতারের দোয়া 

       
       
            

    রোজার নিয়ত ও ইফতারের দোয়া বাংলা,আরবি উচ্চারণ সহ

    • যে সেহরি ও ইফতারের যে সকল বিষয় এখানে পাবে দেখে নিন।
    • রোজার নিয়ত আরবি
    • রোজার নিয়ত বাংলা অর্থ
    • ইফতারের দোয়া সহীহ
    • ইফতারের দোয়া বাংলা উচ্চারণ
    • ইফতারের দোয়া বাংলা অর্থ
    • রোজার নিয়ত ছবি
    • ইফতারের দোয়া ছবি

    রোজার নিয়ত আরবি

    نَوَيْتُ اَنْ اُصُوْمَ غَدًا مِّنْ شَهْرِ رَمْضَانَ الْمُبَارَكِ فَرْضَا لَكَ يَا اللهُ فَتَقَبَّل مِنِّى اِنَّكَ اَنْتَ السَّمِيْعُ الْعَلِيْم

    উচ্চারণ : নাওয়াইতু আন আছুম্মা গাদাম মিন শাহরি রমাজানাল মুবারাকি ফারদাল্লাকা, ইয়া আল্লাহু ফাতাকাব্বাল মিন্নি ইন্নিকা আনতাস সামিউল আলিম।

    রোজার নিয়ত বাংলা অর্থ

    হে আল্লাহ! আগামীকাল পবিত্র রমযান মাসে তোমার পক্ষ হতে ফরয করা রোজা রাখার ইচ্ছা পোষণ (নিয়্যত) করলাম, অতএব তুমি আমার পক্ষ হতে (আমার রোযা তথা পানাহার থেকে বিরত থাকাকে) কবুল কর, নিশ্চয়ই তুমি সর্বশ্রোতা ও সর্বজ্ঞানী।

    রোজার নিয়ত ছবি


    রোজার নিয়ত ছবি


    ইফতারের দোয়া সহীহ

    اَللَّهُمَّ لَكَ صُمْتُ وَ عَلَى رِزْقِكَ وَ اَفْطَرْتُ بِرَحْمَتِكَ يَا اَرْحَمَ الرَّاحِيْمِيْن

    ইফতারের দোয়া বাংলা উচ্চারণ

    আল্লাহুম্মা লাকা ছুমতু ওয়া আলা রিযক্বিকা ওয়া আফতারতু বিরাহমাতিকা ইয়া আরহামার রাহিমীন।

    ইফতারের দোয়া বাংলা অর্থ

    অর্থ : হে আল্লাহ! আমি তোমারই সন্তুষ্টির জন্য রোজা রেখেছি এবং তোমারই দেয়া রিযিক্বের মাধ্যমে ইফতার করছি।

    ইফতারের দোয়া ছবি

    ইফতারের দোয়া ছবি


    Tag:রোজার নিয়ত আরবি,রোজার নিয়ত বাংলা অর্থ,ইফতারের দোয়া সহীহ,ইফতারের দোয়া বাংলা উচ্চারণ,ইফতারের দোয়া বাংলা অর্থ,রোজার নিয়ত ছবি,ইফতারের দোয়া ছবি




    from Education Blog https://ift.tt/zj67IVh

    Post a Comment

    0 Comments
    * Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.