আসছালামু আলাইকুম প্রিয় পাঠক সবাই কেমন আছেন। আসা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। প্রিয় পাঠক আজকে আমরা আমাদের এই পোস্টে মেরাজের ঘটনা কোন সূরায় আছে - কোন মাসের কত তারিখে মিরাজ সংঘটিত হয় -মেরাজ সম্পর্কে কোরআনের আয়াত শেয়ার করলাম। আসা করি তোমাদের উপকারে আসবে।
মেরাজের ঘটনা কোন সূরায় আছে
উত্তরঃ- মহান রাব্বুল আলামিন পবিত্র কুরআনের দু'টি সূরায় মেরাজের আলোচনা করেছেন। একটি হল সূরা 'ইসরা', অপরটি হল সূরা 'নাজম'।
কোন মাসের কত তারিখে মিরাজ সংঘটিত হয়
শবে মেরাজ ইসলামের ইতিহাস অনুযায়ী আরবি সনের রজব মাসের ২৬ তারিখ গভীর রাত্রে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাই সাল্লাম আল্লাহ তাআলার আদেশে ঊর্ধ্ব আকাশে ভ্রমণ করে আল্লাহ তায়ালার সাক্ষাৎ লাভ করতে গিয়েছিলেন।
মেরাজ সম্পর্কে কোরআনের আয়াত
কুরআনের ভাষায়-
سُبْحٰنَ الَّذِیْۤ اَسْرٰی بِعَبْدِهٖ لَیْلًا مِّنَ الْمَسْجِدِ الْحَرَامِ اِلَی الْمَسْجِدِ الْاَقْصَا الَّذِیْ بٰرَكْنَا حَوْلَهٗ لِنُرِیَهٗ مِنْ اٰیٰتِنَا ؕ اِنَّهٗ هُوَ السَّمِیْعُ الْبَصِیْرُ.
পবিত্র সেই সত্তা, যিনি নিজ বান্দাকে রাতের একটি অংশে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসায় নিয়ে যান, যার চারপাশকে আমি বরকতময় করেছি, তাকে আমার কিছু নিদর্শন দেখানোর জন্য। নিশ্চয়ই তিনি সব কিছু শোনেন এবং সব কিছু জানেন। -সূরা ইসরা (১৭) : ১
আল্লাহ তাআলা সূরা নাজমে আরো বলেন-
وَ لَقَدْ رَاٰهُ نَزْلَةً اُخْرٰی، عِنْدَ سِدْرَةِ الْمُنْتَهٰی، عِنْدَهَا جَنَّةُ الْمَاْوٰی، اِذْ یَغْشَی السِّدْرَةَ مَا یَغْشٰی،مَا زَاغَ الْبَصَرُ وَ مَا طَغٰی، لَقَدْ رَاٰی مِنْ اٰیٰتِ رَبِّهِ الْكُبْرٰی.
বস্তুত সে তাকে (হযরত জিবরাঈল আ.-কে) আরও একবার দেখেছে। সিদরাতুল মুনতাহা (সীমান্তবতীর্ কুলগাছ)-এর কাছে। তারই কাছে অবস্থিত জান্নাতুল মা’ওয়া। তখন সেই কুল গাছটিকে আচ্ছন্ন করে রেখেছিল সেই জিনিস, যা তাকে আচ্ছন্ন করে রেখেছিল। (রাসূলের) চোখ বিভ্রান্ত হয়নি এবং সীমালংঘনও করেনি। (অর্থাৎ দেখার ব্যাপারে চোখ ধেঁাকায় পড়েনি এবং আল্লাহ তাআলা তার জন্য যে সীমা নির্দিষ্ট করে দিয়েছিলেন, তিনি তা লংঘনও করেননি যে, তার সামনে কী আছে তা দেখতে যাবে।) বাস্তবিকপক্ষে, সে তার প্রতিপালকের বড়-বড় নিদর্শনের মধ্য হতে বহু কিছু দেখেছে। -সূরা নাজম (৫৩) : ১৩-১৮
Tag:-মেরাজের ঘটনা কোন সূরায় আছে,কোন মাসের কত তারিখে মিরাজ সংঘটিত হয়,মেরাজ সম্পর্কে কোরআনের আয়াত
from Education Blog https://ift.tt/7LcUvXI